লেবাননে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

লেবাননে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
MostPlay

যথাযথ মর্যাদায় লেবাননের বাংলাদেশ দূতাবাসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি দূতাবাসের ছাদে দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান (পিএসসি)।

এরপর দূতাবাসে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ দূতাবাস, লেবানন আওয়ামী লীগ, লেবানন বিএনপি, সামাজিক সংগঠন লেবাননে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এবং লেবানন প্রবাসী বন্ধুমহল ঐক্য ফোরামের নেতৃবৃন্দ। সবশেষে রাষ্ট্রদূত জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমানের সভাপতিত্বে দূতাবাসে হল রুমে দিবসটির ওপর আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা খালেদ সরদার।

এরপর ভাষা শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তা আরমান প্রধান। এছাড়া দিবসটির তাৎপর্যের ওপর বক্তব্য রাখেন কমিউনিটি নেতা এস এম জসিম, আশফাক তালুকদার, দুলা মিয়াসহ অনেকে। সব শেষে রাষ্ট্রদূতের বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

মন্তব্যসমূহ (০)


Lost Password