আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সেনা নিহত

আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সেনা নিহত
MostPlay

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অভিযানিক কার্যক্রম পরিচালনার সময় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষীর এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় চালক ল্যান্স কর্পোরাল (ড্রাইভার) মো. আব্দুল্লাহ আল মামুন (৩৬) ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও, ওই দুর্ঘটনায় সেনা নং ১২২৪৫৪২ সার্জেন্ট মো. আব্দুস সামাদ, আর্টিলারি (৩৫) এবং সেনা নং ৪৫০৮৩৭২ সৈনিক মোকলেছুর রহমান, বীর (৩১), গুরুতর আহত হন। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানিক দায়িত্বে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিশেষায়িত দলটি গত রোববার কাগা বন্দর থেকে যাত্রা করে। যাত্রাপথে সোমবার স্থানীয় সময় বেলা ১২টা ২৫ মিনিটে ডেলে নামক এলাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজের সংযোগ সড়ক পিচ্ছিল এবং কর্দমাক্ত থাকায় একটি ওয়াটার বাউজার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে সেটি উল্টে পার্শ্ববর্তী ২০-২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে তারা রাজধানী বাঙ্গুই’তে অবস্থিত জাতিসংঘের লেভেল-২ হাসপাতালে নিবীড় পর্যবেক্ষণে আছেন। শিগগিরই উন্নত চিকিৎসার জন্য তাদের উগান্ডায় পাঠানো হবে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password