প্রথম দিনের দুই সেশনে সাফল্যহীন বাংলাদেশ

প্রথম দিনের দুই সেশনে সাফল্যহীন বাংলাদেশ
MostPlay

পাল্লেকেলে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলংকা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা যথার্তই প্রমান করছেন দুই ওপেনার অধিনায়ক করুণারত্নে ও থিরিমানে। বাংলাদেশি বোলারদের হতাশায় ডুবিয়ে ৫৮ ওভারে বিনা উইকেটে ১৮৮ রান তুলে চা পানের বিরতিতে গেছে স্বাগতিকরা। এর জন্য নাজমুল হোসেন শান্তকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন অধিনায়ক মুমিনুল হক। তাসকিনের করা ইনিংসের ২০তম ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন আগের টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। হাতে বল পেয়েও ক্যাচ ধরে রাখতে পারেননি স্লিপে দাঁড়িয়ে থাকা শান্ত।

সুযোগ হাতছাড়া করেননি শ্রীলঙ্কান অধিনায়ক। প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরীর পর এই ম্যাচে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২তম শতক। ১৩ চারে ১৭৫ বলে ১০৬ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। অধিনায়ককে ভাল সঙ্গ দিচ্ছে থিরিমানে। থিরিমানে ১৭৪ বলে ৮ চারে ৮০ রানে অপরাজিত থেকে চা পানের বিরতিতে গেছেন। এখন দেখার পালা তৃতীয় সেশনে বাংলাদেশের বোলাররা সাফল্য আদায় করে নিতে পারেন কিনা? যদি শেষ সেশনেও শ্রীলঙ্কার উইকেট আদায় করে নিতে না পারে বাংলাদেশের বোলাররা তাহলে আগাম বলে দেয়া যেতেই পারে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিশাল রানের পাহারে চাপা পরতে যাচ্ছে বাংলাদেশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password