আ.লীগ নেতার বাড়িতে ব্যবসায়ীর লাশ : দুই পুলিশ প্রত্যাহার

আ.লীগ নেতার বাড়িতে ব্যবসায়ীর লাশ : দুই পুলিশ প্রত্যাহার
MostPlay

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়িতে জুতা ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনায় দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি জানান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মাসুদ রানার বাসা থেকে হাসান আলী (৪৩) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় বিভিন্ন অভিযোগ আসে। অভিযোগ ওঠে অপহৃত ব্যবসায়ী হাসান আলীকে উদ্ধার করে আবার অপহরণকারী মাসুদ রানার হাতে তুলে দেয়ায় পুলিশ জড়িত ছিল। এ ঘটনায় গত ১১ এপ্রিল তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান ও এসআই মোশাররফকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ১০ এপ্রিল জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে ব্যবসায়ী হাসান আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন নিহত হাসান আলীর স্ত্রী মাসুদ রানাসহ তিনজনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। সেদিন দুপুরেই গাইবান্ধায় পুলিশের হাতে আটক আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে দল থেকে বহিষ্কার করা হয় ও জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password