মাঝসমুদ্রে ভেঙে পড়ল হেলিকপ্টার

মাঝসমুদ্রে ভেঙে পড়ল হেলিকপ্টার
MostPlay

ক্যারিবিয়ান সাগরে ভেঙে পড়ল একটি ডাচ সামরিক হেলিকপ্টার। আরুবা দ্বীপের কাছে সমুদ্রে এটি ভেঙে পড়ে বলে জানা গেছে।সোমবার ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই দুর্ঘটনায় পাইলটসহ দু’জন নিহত হয়েছেন।নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ওই হেলিকপ্টারে মোট চারজন ছিলেন। এর মধ্যে দু’জন নিহত হয়েছেন।

দেশটির আর্মড ফোর্সের প্রধান রব বাউয়ের জানিয়েছেন, হেলিকপ্টারটি কী কারণে ভেঙে পড়েছে, তা এখনও জানা যায়নি। ওই কপ্টারটি উপকূল এলাকায় নজরদারি চালাচ্ছিল। দ্বীপের উপকূলে প্রায় ১২.৫ কিমি দূরে এটি ভেঙে পড়ে।

দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন, ৩৪ বছর বয়সী পাইলট ক্রিস্টিন মার্টেনস এবং ৩৩ বছরের ট্যাকটিকাল কো-অর্ডিনেটর এরউইন ওয়ার্নিস। হেলিকপ্টারের বাকি দুই সদস্যের আঘাত গুরুতর না বলে জানানো হয়েছে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাচ এনএইচ ৯০ হেলিকপ্টারগুলোর উড্ডয়নের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য ডিফেন্স পোস্ট

মন্তব্যসমূহ (০)


Lost Password