২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫,৪ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫,৪ জনের মৃত্যু
MostPlay
দেশে মরণব্যাধী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরো ৩৫ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।আজ সোমবার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে নতুন করে আরো ৩৫ জনের শরীরে কোভিড-১৯ রোগ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৫ জন নারী ও ৩০ জন পুরুষ। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৩ জনে। এ ছাড়া নতুন করে মৃত্যুবরণ করেছেন আরো ৪ জন। সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। আইইডিসিআর পরিচালক বলেন, সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে ঢাকা ও নারায়ণগঞ্জে। এর মধ্যে শুধু ঢাকায় এখন পর্যন্ত সর্বোচ্চ ৬৪ ও নারায়ণগঞ্জে ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর আগে আজ সকাল ১১ টায় রাজধানীর মহাখালীর বিপিএস ভবনের সম্মেলন কক্ষে স্বাস্থ্য সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৩ জনের মৃত্যু হলো। তিনি আরো বলেন, উল্লিখিত সময়ে যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে নতুন করে ২৯ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১১৭ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password