বাংলাদেশে প্রতিদিন ২৫০০ মানুষের মৃত্যু হয়

বাংলাদেশে প্রতিদিন ২৫০০ মানুষের মৃত্যু হয়
MostPlay

বাংলাদেশে প্রতিদিন গড়ে ২৫০০ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। আজ করোনা ভাইরাস নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন যে, এর মধ্যে ৬৫ ভাগ বিভিন্ন অসংক্রামক ব্যধিতে মারা যান। ২৪ ভাগ মানুষ মারা যান বার্ধক্যজনিত কারণে। এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু।

তিনি বলেন যে, করোনার কারণে এই মৃত্যুর হার বাড়েনি বরং বাংলাদেশে যে স্বাভাবিক মৃত্যু আছে সেটাই বজায় রয়েছে। প্রতিদিন গড়ে ২৫০০ মানুষ মারা যাচ্ছে।

ড. আবুল কালাম আজাদ বলেন,‘যে কোন মৃত্যুই করোনাজনিত মৃত্যু এই ভ্রান্ত ধারণা ঠিক নয়। এটি একটি ভ্রান্ত ধারণা। বাংলাদেশে যে স্বাভাবিক মৃত্যুর হার ছিল তার কোন পরিবর্তন এখন পর্যন্ত হয়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password