ইসরায়েলি ও যুক্তরাষ্টের গুপ্তচর চক্র আটকের দাবি হুতির

ইসরায়েলি ও যুক্তরাষ্টের গুপ্তচর চক্র আটকের দাবি হুতির

ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তরফ থেকে যৌথভাবে পরিচালিত একটি ‘গুপ্তচর চক্র’ বা স্পাই সেল আটকের দাবি করেছে হুতিরা। মানবিক কাজের আড়ালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক হয়েছেন ইয়েমেনে কর্মরত বেশকয়েকজন ত্রাণকর্মী।

গোষ্ঠীটির ইন্টেলিজেন্স প্রধান মেজর জেনারেল আব্দুল হাকিম আল-হাশেম সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ দাবি করেন। দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতির অভিযোগ, যুক্তরাষ্ট্রের ভিসার প্রলোভন দেখিয়ে তারা তথ্য সংগ্রহ করে তা পাচার করতো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র কাছে।

হুতি বলছে, কয়েক দশক ধরে প্রশিক্ষণপ্রাপ্ত এই গুপ্তচররা রোগ-বালাই ছড়িয়ে দেয়াসহ ইয়েমেন বিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর উত্তেজনা বেড়েছে ইয়েমেনেও। ইসরায়েল তো বটেই হামলা-পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র-ব্রিটেনের সাথেও এখন হুতির যুদ্ধাবস্থা চলছে।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজ দেশে ধরপাকড় চালালো হুতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কাজ করা বেশকয়েকজন কর্মীকে আটক করেছে গোষ্ঠীটি। হুতি বলছে, কয়েক দশক ধরে তারা ত্রাণ কার্যক্রমের আড়ালে ইয়েমেনের গোপনীয় ও স্পর্শকাতর তথ্য শত্রুদের কাছে পাচার করছে।

হুতির গোয়েন্দা প্রধান আব্দুল হাকিম আল খাইওয়ানি বলেন, একটি মার্কিন-ইসরায়েলি স্পাই নেটওয়ার্ককে গ্রেফতার করা হয়েছে। এই নেটওয়ার্কটি কয়েক দশক ধরে ইয়েমেনের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গুপ্তচরবৃত্তি ও নাশকতা চালিয়ে আসছে। এই সদস্যরা সরাসরি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হয়ে কাজ করে।

হুতির দাবি, ইয়েমেনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তেল কোম্পানির মালিক ও ব্যবসায়ীদের মার্কিন ভিসার প্রলোভন দেখিয়ে গুপ্তচরেরা বহু বছর ধরেই তথ্য পাচার করছে। এমনকি দেশটিতে বিশৃঙ্খলা তৈরি, রোগজীবাণু ছড়িয়ে দেয়ার মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে এই স্পাই নেটওয়ার্কের বিরুদ্ধে।

তিনি বলেন, এই গুপ্তচর নেটওয়ার্ক ইয়েমেনের অনেক গুরুত্বপূর্ণ নিরাপত্তা, সামরিক, রাজনৈতিক তথ্য শত্রুদেশের গোয়েন্দাদের দিয়েছে। মার্কিন দূতাবাস ইয়েমেন ছেড়েছে ২০১৫ সালে, অথচ দূতাবাসের সাবেক কর্মীরা ইয়েমেনে নানা ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করে আসছে।

জাতিসংঘের ১১ কর্মীকে আটক করার পরই আন্তর্জাতিক সংস্থাগুলোতে কর্মরতদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির এই অভিযোগ তুলেছে হুতি। এদিকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের কর্মীদের মুক্ত করতে তৎপরতা চালাচ্ছে জাতিসংঘও।

মন্তব্যসমূহ (০)


Lost Password