বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ২০২৫

বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ২০২৫

‘শুদ্ধ বিজ্ঞান চর্চা মানব কল্যাণকারী, শুদ্ধ শিক্ষা-সংস্কৃতি চর্চা চিত্ত ও হৃদয় গঠনকারী’ এ স্লোগানে ঢাকার নবাবগঞ্জে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজে শুরু হয়েছে ৪দিন ব্যাপী আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা ও বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।

বিজ্ঞান মেলায় সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ, সেন্ট থেকলাস্ বালিকা উচ্চ বিদ্যালয়, তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয়, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়, হলিচাইল্ড মর্নিং স্কুল, ডমিনিক সেভিও কিন্ডারগার্টেন ও বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের প্রায় ৮শতাধিক শিক্ষার্থী ২৫০টি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেন। ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার দেখে প্রশংসা করেন আগত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও। গেস্ট অব অনার ছিলেন আপন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ডিরেক্টর ব্রাদার প্রদীপ লুইস রোজারিও।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা, সেন্ট থেকলাস্ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রুপালি কস্তা ও তুলতাল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মনিক। আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে ৪দিন ব্যাপাী এ অনুষ্ঠান শেষে হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password