মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। যেখানে বাংলাদেশিদের মাল্টিপল ভিসা প্রদানের সিদ্ধান্তের বিষয়ে অবগত করা হয়েছে। গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। চলতি বছরের মে মাসে উপদেষ্টা আসিফ নজরুলের মালয়েশিয়া সফরেও গুরুত্ব পায় ইস্যুটি। সব মিলিয়ে সরকারের কূটনৈতিক ততপরতায় বাংলাদেশি প্রবাসীরা মাল্টিপল ভিসা পাচ্ছেন বলে দাবি করা হয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের এ ফেইসবুক পোস্টে। এদিকে সরকারের কূটনৈতিক এ সফলতার জন্য ধন্যবাদ জানিয়েছে মাল্টিপল ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে প্রবাসীদের পক্ষে দাবি তোলা সমন্বয়ক মোকাম্মেল হোসেন ও সীমান্ত।

এক বার্তায় তারা বলেন, মালয়েশিয়া প্রবাসীদের ভোগান্তির আরেক নাম ছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে এটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সবশেষ উপদেষ্টা আসিফ নজরুলের মালয়েশিয়া আগমনে লিখিত দাবি উপস্থাপন করি। আমাদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ও কুয়ালালামপুর হাইকমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রবাসীরা মাল্টিপল ভিসা পেতে যাচ্ছে।

এটি আমাদের জন্য দারুণ এক সুখবর। তবে মাল্টিপল ভিসা পাওয়ার পর প্রবাসী কর্মীদের দেশে যাওয়া আসার ক্ষেত্রে নিয়োগকর্তার অনুমোদন কিংবা অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে কি না এ নিয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password