ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করল ফলন ফাউন্ডেশন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করল ফলন ফাউন্ডেশন

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে উপকূলের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জনবিছিন্ন দ্বীপ ঢালচর ও চর-পাতিলা সহ আরো বেশকিছু চরে প্রবল ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে ৭০০ এর অধিক বেশি কৃষক পরিবার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় সাধারণ অসহায় কৃষকদের পরিবারের জনজীবন বিপন্ন ও সংশয়ের মধ্যে দিয়ে চলছে। সেই সকল পানিবন্দি ও ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারেরকে সহযোগিতা করার জন্য বঙ্গোপসাগড়ের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে তাদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ করতে ছুটে গিয়েছে ফলন ফাউন্ডেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম।

ফলন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় দুই সপ্তাহের মতো বন্যায় ক্ষতিগ্রস্ত, অসহায় ও অসচ্ছল ৫০০ এর অধিক পরিবারের মাঝে খাবার (খিচুরি, বিয়ারানি, মাংস, ডিম সহ আরো অনেক কিছু) রান্না করে বিতরণ করে ফলন ফাউন্ডেশন। তাদের মতবাদ জানতে চাইলে, তারা জানান তাদের বিগত কয়েকদিন তাদের ঘরে খাবার ছিল না, রান্না করার মতো পরিবেশ ছিল না ।

এই অসচ্ছল ও ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার খাবার পেয়ে অনেক উৎসাচ্ছিত ও আনন্দিত। ফলন ফাউন্ডেশন মূলত কৃষকের সার্বিক উন্নয়নে, উপকূল এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা এবং কৃষির প্রযুক্তিগত উন্নয়নে কাজ করছে তরুণদের এই সংগঠন। ফলন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা, মোঃ হিজবুর রহমান জানান যে দেশের অসহায় কৃষকদের নিয়ে নানা ধরনের কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।

আমরা কৃষকদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। দুর্যোগ, খরা, ও ঘূর্ণিঝড় ইত্যাদি সব ধরনের পরিস্তিতি মোকাবেলায় কৃষকদের পাশে দাড়িয়ে কাজ করবে ফলন ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালোভাবে আমাদের এই সহযোগিতা কার্যক্রমটি সম্পন্ন করতে পেরেছি। তাদের কর্মকাণ্ডকে সাধুবাদ জানান, উক্ত ইউনিয়নের চেয়ারম্যানসহ, উপজেলার গণ্যমান্য সকল ব্যক্তিবর্গ।

মন্তব্যসমূহ (০)


Lost Password