বিভিন্ন স্থানে ঈদ উল আজহা উদযাপন

বিভিন্ন স্থানে ঈদ উল আজহা উদযাপন

বৃষ্টির বিড়ম্বনা ছাড়াই দোহার, নবাবগন্জ, কেরানিন্জ, সহ বিভিন্ন এলাকায় ঈদউল আজহার জামাত অনুষ্ঠিট হয়েছে। ঈদের নামাজ শেষে দোয়ায় দেশের মানুষের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

সেই সঙ্গে ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করা হয়। তাছাড়া দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের জামালচর ঈদগাহ এ বিষধর সাপ রাসেল ভাইপারের ব্যপারে বিশেষ সতর্ক থাকার জন্য ঈদগাহর ঈমাম পরমর্শ দেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password