শোকাবহ বিমান দুর্ঘটনায় কেরানীগঞ্জে দোয়া মাহফিল

শোকাবহ বিমান দুর্ঘটনায় কেরানীগঞ্জে দোয়া মাহফিল

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার শোকাবহ ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কেরানীগঞ্জ উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে এবং কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার তত্ত্বাবধানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদে এই মাহফিলগুলোর আয়োজন করা হয়।

দোয়া মাহফিলগুলোতে নিহত ও আহতদের আত্মার মাগফিরাত ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসব অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং মসজিদের মুসল্লিরা ব্যাপকভাবে অংশ নেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া জানান, উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিশুদের নিহত ও আহত হওয়ার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং এ শোক সহ্য করার মতো নয়। তিনি আরও উল্লেখ করেন যে, এই ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং সেই নির্দেশনা অনুযায়ী কেরানীগঞ্জেও যথাযথভাবে রাষ্ট্রীয় শোক পালন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password