শ্রীনগরে ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত ও অটোরিকশা প্রদান

শ্রীনগরে ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত ও অটোরিকশা প্রদান

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের উপর ৩১ দফার কর্মশালা ও নিহত রোমানের পরিবাকে সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ছনবাড়ী আন্ডারপাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। নারী ও শিশু অধিকার ফোরামের মুন্সীগঞ্জ জেলার সভাপতি সনিয়া হাবিব লাবনীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। কর্মশালা শেষে নবম শ্রেণির শিক্ষার্থী নিহত শেখ রহমতুল্লাহ রোমানের পিতার হাতে একটি ব্যাটারি চালিত ইজি বাইক হস্তান্তর করা হয়।

নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাক্তার জাহিদ, শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সম্পাদক আলমগীর আলম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিপু, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সামসুল ইসলাম, সদস্য সচিব সামসুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুন নাহার, সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসনে আরা শিখাসহ আরো অনেকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password