রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও রমজানের আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও রমজানের আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল

রমজান মাস হচ্ছে আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমা লাভের মাস। এ মাসে ত্যাগ, সংযম স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয় জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা।

তাদের উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও রমজানের আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল করা হয়েছে আজ বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, বিকেলে মিছিলটি জয়পাড়া বাজার মসজিদ থেকে বেড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় এসে শেষ হয়।

ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ডা.নুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সিনিয়রসহ সভাপতি হাফেজ রুহুল আমিন দেওয়ান, সহ সভাপতি ডা. বিল্লাল হোসেন, যুগ্ম সচিব মিরাজ হোসেন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা যোবায়ের আহমদ সাকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি মো.জামাল হোসেন, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মুসলেম উদ্দিন, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.রাহাত হোসেন প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password