নওগাঁর মান্দায় গুচ্ছ গ্রামে বসবসরত ব্যক্তিদের আত্মনির্ভরশীল করার জন্য মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী,সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পালসহ গুচ্ছ গ্রাম থেকে আসা প্রশিক্ষনার্থী নারী-পুরুষ। প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইউএনও আখতার জাহান সাথী সভাপতিত্ব এ বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল বাল্য বিবাহের কুফল ও প্রতিরোধ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,শিক্ষক, কাজী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন