আইনজীবীদের মারপিটে রণক্ষেত্র সুপ্রিমকোর্ট

আইনজীবীদের মারপিটে রণক্ষেত্র সুপ্রিমকোর্ট

আবারও রণক্ষেত্রে রূপ নিলো সুপ্রিমকোর্ট প্রাঙ্গন। আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোল ও হাতাহাতির এক পর্যায়ে ভাংচুর করা হয় বার সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষ। সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

দুই পক্ষের মুখোমুখি বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামীপন্থী সুপ্রিম কোর্ট বার সভাপতি ও সম্পাদকের কক্ষের নেম প্লেট খুলে ফেলেছে বিএনপিপন্থী আইনজীবীরা। একইসঙ্গে বার সম্পাদকের কক্ষে ভাঙচুর করা হয়েছে। তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের কারাদণ্ডাদেশের বিষয়ে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে বিএনপিপন্থী আইনজীবীরা সংবাদ সম্মেলন করেন।

আর বাইরে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে বের হন বিএনপিপন্থী আইনজীবীরা। এরপর দুই পক্ষ পাশাপাশি অবস্থান নিলে হট্টগোল ও ধাক্কাধাক্কি হয়। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে টানানো নেমপ্লেট তুলে নেন বিএনপিপন্থী আইনজীবীরা। গণ্ডগোলের এক পর্যায়ে আওয়ামীপন্থী বেশ কিছু আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদকের কক্ষে আশ্রয় নেন। পরে আবার তারা বিভক্ত হয়ে মিছিল করতে থাকেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password