কুমিল্লা কারাগারের কঠোর নজরদারিতে পাপিয়া

কুমিল্লা কারাগারের কঠোর নজরদারিতে পাপিয়া
MostPlay

যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত ২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি শামীমা নূর পাপিয়াকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। কুমিল্লা কারাগারের একতলা ভবনের মহিলা ওয়ার্ডের গোলাপ কক্ষে আছেন তিনি। এর আগে কাশিমপুর কারাগারে ছিলেন পাপিয়া।

সেখানে এক নারী বন্দীর ওপর নির্যাতনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এর পরপরই তাঁকে কুমিল্লা কারাগারে পাঠানো হলো। কুমিল্লা কারাগারের ওই ওয়ার্ডে ৪০ থেকে ৫০ জন নারী বন্দী আছেন। নারী কারারক্ষীরা তাঁর ওপর কঠোর নজরদারি রেখেছেন। অন্য নারী বন্দীদের সঙ্গেই আছেন পাপিয়া।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল্লাহ আল মামুন আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, গতকাল সোমবার রাত সাড়ে নয়টায় শামীমা নূর পাপিয়াকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কুমিল্লায় আনা হয়।

এরপর তাঁকে মহিলা ওয়ার্ডে গোলাপ কক্ষে অন্য নারী কারাবন্দীদের সঙ্গে রাখা হয়। সেখানে তিনি অন্য বন্দীদের মতো স্বাভাবিক আছেন। কারাগারের নারী কারারক্ষীরা সার্বক্ষণিক সেখানে নজরদারি রেখেছেন। কারাগার সূত্রে জানা গেছে, জেলবিধি অনুযায়ী পাপিয়াকে কারাগারে কাজ করতে হবে। গাজীপুরে পাপিয়া রাইটারের কাজ করতেন।

কুমিল্লায় তাঁকে কী ধরনের কাজ করতে হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। জ্যেষ্ঠ জেল সুপার আবদুল্লাহ আল মামুন ছুটিতে আছেন। তিনি আগামী শনিবার কর্মস্থলে ফিরবেন। রোববার পাপিয়াকে কাজ দেওয়া হবে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রায় ৪০ মাস পাপিয়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে জেলবিধি অনুযায়ী তাঁকে ‘রাইটার’ হিসেবে নিযুক্ত করা হয়। রুনা লায়লা নামের এক হাজতিকে পাপিয়া সম্প্রতি নির্যাতন করেন। তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেন। এ নিয়ে কারাগারের ভেতরে সালিস বৈঠক বসে।

বিষয়টি নিয়ে রুনার ছোট ভাই আবদুল করিম গাজীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। পরে এ ঘটনায় গঠন করা হয় দুটি তদন্ত কমিটি। প্রসঙ্গত, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি স্বামী মফিজুর রহমানসহ পাপিয়া দম্পতিকে আটক করা হয়। অস্ত্র আইনের মামলায় পাপিয়া ও তাঁর স্বামীকে ২৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সূত্রঃ প্রথম আলো

মন্তব্যসমূহ (০)


Lost Password