আজ মহান মে দিবস। মে দিবস কে কেন্দ্র করে আজ সকাল ৮টায় সারা দেশের ন্যায় মান্দা উপজেলা এমারত শ্রমিক ইউনিয়ন, জোতবাজার শাখার আয়োজনে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
সকাল ৯টায় জাতীয় ও সাংগঠনিক এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন। পরে জাতীয় সংগীত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আওয়ামী লীগের নূরুল্যাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ (ভুট্টু),এমারত শ্রমিক ইউনিয়ন জোতবাজার শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাঃসম্পাদক মোকবুল সোনার,
ইউনিয়ন বিএন পির সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুস ছালাম, ১০নং ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, সাবেক সদস্য মোসলেম উদ্দিন,আলতাফ ৭নং ওয়ার্ড সভাপতি, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিতি ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন