নওগাঁর মান্দায় ভোট বর্জনের আহবানে বিএনপির লিফলেট বিতরণ

নওগাঁর মান্দায় ভোট বর্জনের আহবানে বিএনপির লিফলেট বিতরণ
MostPlay

নওগাঁর মান্দায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম এ মতিন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ১২টার দিকে উপজেলার পাঁজরভাঙ্গা বাজারে এ লিফটের বিতরণ করেন তিনি। দোকান মালিক, কর্মচারী, পথ মানুষ, ভ্যান, সিএনজি চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন এম এ মতিনসহ দলের অন্যান্য নেতারা। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম এ মতিন বক্তব্যে বলেন, মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। গত ১৫ বছর ধরে বিনাভোটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্নীতি, নির্যাতন ও অপশাসন চালিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

লুটপাটের এ সরকার একটি অবৈধ একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠিত করে ক্ষমতায় থাকতে চায়। এই লক্ষ্যে তারা কিছু ডামী প্রার্থীকে নির্বাচনে রেখে এক নতুন হাস্যকর দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। তাই বিএনপি এই তামাশার ডামি নির্বাচনে জনগণকে অংশগ্রহণ না করার আহ্বান জানায়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহিদুজ্জামান সোহান, মান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার, উপজেলার কশব ইউনিয়নের বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি একরামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করীম মৃধাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password