পত্নীতলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নজিপুর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার নজিপুর পৌর এলাকার দুসপও অসহায় প্রায় ২ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ ও মুগ্ধ কমিউনিটি সেন্টার এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু শাহারিয়ার-সিদ্দিকী শান্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা শহিদুল আলম বেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম উপদেষ্টা আবুল কালাম আজাদ, ফাতেমা জির্ণা ঝর্ণা, আব্দুল আহাদ, জিয়াউর রহমান (জনি), ফরহাদ হোসেন, আরাফাত হোসেন পারভেজ, আবু রায়হান প্রমুখ।
উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাহমুদ হাসান৷ দেশের মঙ্গলকামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন