নওগাঁর মান্দায় নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ টাংগাইলের মির্জাপুর থেকে উদ্ধার

নওগাঁর মান্দায় নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ টাংগাইলের মির্জাপুর থেকে উদ্ধার

নওগাঁর মান্দায় নিখোঁজের তিনদিন পর ওমর ফারুক (২০) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর রেলস্টেশনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত ওমর ফারুক মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের আহাদ আলী ছেলে ও পেশায় বিদ্যুতের ওয়্যারিং মিস্ত্রি ছিলেন। গত বুধবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের বাবা আহাদ আলী জানান, ছেলে ওমর ফারুক ও দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম রাব্বি একই সঙ্গে থেকে বাসাবাড়িতে বিদ্যুতের কাজ করত। গত বুধবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় রাব্বির শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলে তারা দুজনে বেরিয়ে যায়। এর পর থেকে ছেলে ওমর ফারুকের হদিশ পাওয়া যাচ্ছিল না। ওমর ফারুকের বাবা আহাদ আলী অভিযোগ করে বলেন, রাব্বির মোবাইলফোনে যোগাযোগ করা হলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থানের কথা উল্লেখ করে অসংলগ্ন কথাবার্তা বলছিল।

এ অবস্থায় শনিবার দুপুরে টাঙ্গাইল জিআরপি ফাঁড়ি পুলিশের মাধ্যমে ছেলের মৃত্যু সংবাদ পাওয়া যায়। এ প্রসঙ্গে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মির্জাপুর রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপপরিদর্শক নজরুল ইসলাম আরও বলেন, ওই তরুণের কাছে থাকা কিছু কাগজপত্র থেকে তার পরিচয় সনাক্তের পর পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। ঘটনায় মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম রেলওয়ে থানায় অপমৃত্যুর একটি মামলা করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password