পিরোজপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ২৫

পিরোজপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ২৫
MostPlay

পিরোজপুরে শহরের স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয় বিএনপি'র পদযাত্রা। কিছুদূর যাওয়ার পর বাধা দেয় পুলিশ। এসময় নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা হয় পুলিশ কর্মকর্তাদের। এক পর্যায়ে বেধে যায় সংঘর্ষ হয়। ইটপাটকেলের আঘাতে আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় আটক করা হয়েছে বিএনপি'র ৬ নেতাকর্মীকে।

পিরোজপুর জেলা বিএনপির পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠিচার্জে বিএনপির অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। মঙ্গলবার বেলা ১১টার দিকে পিরোজপুর-হুলারহাট সড়কে ফায়ার সার্ভিসের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির পদযাত্রা শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে বেকুটিয়া সেতুর দিকে যেতে দেওয়া হয়নি। পুলিশের বাধার মুখে পড়ায় নেতাকর্মীরা পিরোজপুর-হুলারহাট সড়কের ফায়ার সার্ভিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে ও স্লোগান দেন।

এ সময় পুলিশ তাদের ব্যানার ফেস্টুন ছিনিয়ে নেয় এবং ধস্তাধস্তি হয় বলে অভিযোগ করেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন। তিনি জানান, এ সময় পুলিশ নেতাকর্মীদের বাধা দেয় এবং লাঠিসোটা দিয়ে আঘাত করলে অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হন।

এদের মধ্যে রাহাত সেখ, জাকির হোসেন ও মনির হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান আলমগীর হোসেন। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা চলছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত পিরোজপুর-হুলারহাট সড়ক অবরুদ্ধ থাকে এবং অসংখ্য যানবাহন বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের সামনে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আব্দুস সালাম বাতেন ও শেখ রিয়াজ আহম্মেদ রানাসহ নেতারা।

মন্তব্যসমূহ (০)


Lost Password