বাংলাদেশ সেনাবাহিনী আল্ট্রালাইট হাউজার হিসেবে Pegasus Howitzer পেতে পারে

বাংলাদেশ সেনাবাহিনী  আল্ট্রালাইট হাউজার হিসেবে Pegasus Howitzer পেতে পারে
MostPlay

ইতোপূর্বে ডিজিডিপি ১৫৫ মিঃমি কাট্রিজ সরবরাহের টেন্ডার প্রদান করেছিল এবং সাম্প্রতিক সময়ে তুর্কি কোম্পানি Repkon (রেপকন) এর সাথে ১৫৫ মিঃমি কাট্রিজ BOF এর আন্ডারে স্থানীয়ভাবে তৈরির চুক্তি স্বাক্ষরিত হয় ।

১৫৫ মিঃমি ন্যাটো কাট্রিজ ব্যবহারকারি এই হাউজারটির ওজন ৬০০০ কেজি এবং এটি অপারেট করতে ৮ জন ক্রুর দরকার পড়ে । এটি ৪ রাউন্ড পার মিনিটে ২ মিনিট এবং ২ রাউন্ড পার মিনিটে ৩০ মিনিট ফায়ার করতে সক্ষম । এতে ব্যবহার করা হয়েছে লম্বার্ডিনির ২৮ হর্সপাওয়ারের ইঞ্জিন যার মাধ্যমে ক্রুরা নিজেরাই চালিয়ে নিয়ে যেতে পারে । এটির হালকা ওজনের কারনে এটিকে সহজেই হেলিকপ্টারের মাধ্যমে পরিবহন করা যায় ৷

মন্তব্যসমূহ (০)


Lost Password