কৃষকদের ছাড়াতে গরু নিয়ে থানা ঘেরাও

কৃষকদের ছাড়াতে গরু নিয়ে থানা ঘেরাও
MostPlay

দুই কৃষকের মুক্তির দাবিতে ফতেহবাদ থানা ঘেরাও করেন কৃষকরা। বিক্ষোভের অংশ হিসেবে থানায় একটি গরুও নিয়ে আসেন কৃষকরা। হরিয়ানার ফতেহবাদের স্থানীয় বিধায়কের বাড়ি ঘেরাও করেছিলেন কৃষকরা।

এ অভিযোগে রোববার দুই কৃষককে ধরে নিয়ে যায় পুলিশ। তাদের পক্ষ থেকে বলা হয়, গরুটি ৪১তম সাক্ষী, তাই তাকেও বিক্ষোভে নিয়ে আসা হয়েছে। এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয় কৃষক সংগঠন সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকে। থানা ঘিরে রেখে যখন কৃষকরা বিক্ষোভ করছিলেন সঙ্গে ছিল গরুটিও।

এসময় গরুটি ছোট বাঁশের খুঁটিতে বাঁধা ছিল। এর সামনে রাখা হয়েছিল পানি আর খাবার। কৃষকরা জানান, হরিয়ানায় যে সরকার ক্ষমতায় রয়েছে, সেই সরকার নিজেদের গোরক্ষক বলে দাবি করে, গরু পবিত্র পশু বলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়। তাই আমরা সেই পবিত্র প্রাণি নিয়ে এসেছি প্রতিবাদে। সরকারের নজর যাতে ফেরে, সেই কারণেই আমরা গরু এনেছি। পরে রোববার রাতেই ওই দুই কৃষককে জামিনে মুক্তি দেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password