এবার বয়স ১৮ তে মিলবে করোনা ভাইরাসের টিকা

এবার বয়স ১৮ তে মিলবে করোনা ভাইরাসের টিকা
MostPlay

আজ শনিবার (২৪ জুলাই) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ২ লাখ ৪৫ হাজার ডোজ আসছে দেশে। নিয়মিত টিকা আসার পরিপ্রেক্ষিতে টিকার জন্য বয়সসীমা কমিয়ে ১৮ বছর করার চিন্তা করছে সরকার। 

গতকাল রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে বলেন, 'বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা যায় কি না, সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এটা কীভাবে করা হবে, সে ব্যাপারে চিন্তাভাবনা করা হবে'। 

মূলত দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা আছে সরকারের। এ জন্য বয়সসীমা কমিয়ে ১৮ বছর করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

একজন জনস্বাস্থ্যবিদ বিডিটাইপকে বলেন, 'রাজধানী ঢাকার ১ কোটি ৩৫ লাখ মানুষকে টিকা দিতে চায় সরকার। সরকারি স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বিভিন্ন এনজিওর স্বাস্থ্যকর্মীদের এই কাজে কীভাবে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর'।

মন্তব্যসমূহ (০)


Lost Password