সিএমপির অক্সিজেন ব্যাংক কার্যক্রম

সিএমপির অক্সিজেন ব্যাংক কার্যক্রম
MostPlay

অদ্য ১৯ জুলাই, সোমবার "করোনা আক্রান্ত ব্যাক্তির জন্য অক্সিজেন পৌছে দিল বাকলিয়া থানা পুলিশ" নামে সিএমপির একটি বিবৃতি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলোঃ

সিএমপির বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মোঃ মেজবাহ উদ্দিন ইফতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। গত ১৮ জুলাই, ২০২১ খ্রী. রাত আনুমানিক ০৯ঃ৩০ ঘটিকায় তার অক্সিজেন সেচুরেশন হঠাৎ নেমে যেতে থাকে। তৎক্ষনাৎ উপায়ন্তর না দেখে তার পরিবারের সদস্যরা অক্সিজেনের জন্য বাকলিয়া থানায় যোগাযোগ করেন। বিষয়টি জানতে পেরে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রুহুল আমিনের নির্দেশে স্পেশাল ডিউটিরত অফিসার এএসআই আব্দুল ওয়াদুদ দ্রুত সময়ের মধ্যেই রোগীর বাসায় অক্সিজেন পৌছে দেন।

উল্লেখ্য যে, বন্দর নগরীর জনসাধারণের প্রয়োজন বিবেচনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অক্সিজেন ব্যাংক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যে কোন সময়ে অক্সিজেনের জরুরী প্রয়োজনে জনসাধারণকে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ প্রদান করা হল।

মন্তব্যসমূহ (০)


Lost Password