আবারো গাজায় হামলা: যা বললো হামাস

আবারো গাজায় হামলা: যা বললো হামাস
MostPlay

ফের গাজায় হামলা৷ইসারয়েলের দমকল বাহিনী বলছে, মঙ্গলবার সকালে ইসরায়েলের উদ্দেশ্যে গাযা থেকে একাধিক আগুনে বেলুন ছোঁড়াহয়, যার ফলে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে এই অভিযোগের ভিত্তিতে ফের হামলা চালিয়েছে ইসরায়েল।

এর প্রতিক্রিয়ায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ‘গাজা উপত্যকায় জায়নিস্ট বোমা হামলা আমাদের জনগণের সংহতি ও প্রতিরোধ বন্ধ করার ব্যর্থ প্রচেষ্টা। বুধবার (১৬ জুন) এসব জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এই বিষয়ে, হামাসের মুখপাত্র দাবি করেন, সম্প্রতি পূর্ব জেরুজালেমে কট্টরপন্থী ইসরায়েলিদের পতাকা মার্চের ঘটনা আড়াল করতেই এই হামলা করা হয়েছে।

এর আগে, অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে মঙ্গলবার পতাকা নিয়ে পদযাত্রা করেছে কট্টরপন্থী ইসরায়েলিরা। অপরদিকে পদযাত্রাকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশ দামেস্ক গেটের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। যাতে করে ফিলিস্তিনিরা সেখানে যেতে না পারে। এরই মধ্যে ১৭ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। আটকদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলি বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করেছে। এতে ইসরায়েলে দুই কর্মকর্তা

মন্তব্যসমূহ (০)


Lost Password