হায়রে স্বাক্ষী !

হায়রে স্বাক্ষী !
MostPlay

নরসিংদী: গত ২৮ মে প্রবাস ফেরত আনোয়ার হোসেন তার স্ত্রী কর্তৃক রক্ষিত নরসিংদীর শিবপুরের বানিয়াদীর 'স্বপ্নের আবাহন' নামেের ভাড়াবাসায় মারা যায়। মৃত্যুর পূর্বদিন আনোয়ার হোসেনের বড় ভাই রুহুল আমিনের নিকট স্ত্রীর পরকীয়ার আভাাস দেন ও সহসাই শিবপুর উপজেলার সৈয়দনগরে একটি ৪ তলা ভবন নির্মাণ করার প্রস্তুতি গ্রহণ করে। আনোয়ারের মৃত্যুর পর বড় ভাই মৃত্যুর রহস্য উদঘাটনের লক্ষ্যে কোর্টে মামলা করে।

গত ২৯ জুন উক্ত মামলার সুনানী শেষে বিজ্ঞ হাকিম এফ আই আর আদেশ প্রদান করেন। এ মামলার পরিদর্শন অগ্রগতির স্বার্থে গত ১৬/০৭/২০২১ইং থানার তদন্ত অফিসার সৈয়দনগর মসজিদে জুমার নামাজ আদায়ের পর বৃষ্টি জনিত কারণে মসজিদে বসেই মৃত আনোয়ার হোসেনের গোসল দানকারীদের স্বাক্ষ্য গ্রহণ করেন। কিন্তু হায়রে মানুষ যে দায়িত্ববান বড় ভাই রুহুল আমিনকে আনোয়ারের দাফনের পরদিন জানিয়েছিল গোসল করানোর সময় তারা গলায় কালো দাগ দেখেছে।

আজ তারা তদন্ত অফিসারের সাথে সাফ জানিয়ে দিয়েছে তারা গোসলের সময় কোন ক্ষত দেখতে পায়নি। রুহুল আমিন কান্না জড়িত কন্ঠে বলেন, গোসল দানকারী দু'জনই পরদিন আমাকে বলেছে এ মৃত্যু রহস্যজনক। তারা গলায় কালো দাগ দেখেছে। আজ তারা কিসের বিনিময়ে কথা অস্বীকার করলো? হায়রে স্বামী, তাদের কী কোন দিন মৃত্যু হবে না? এ মিথ্যা স্বাক্ষীর জন্য শ্রষ্টার কাঠ গড়ায় দাঁড়াতে হবে না?

মন্তব্যসমূহ (০)


Lost Password