সিরাজগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য়বার জেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বাস

সিরাজগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য়বার জেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বাস
MostPlay

সিরাজগঞ্জে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস এককভাবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। এ পদে অন্য আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মত লতিফ বিশ্বাস হচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেও চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থীর মনোনয়নপত্র জমা না পড়ায় তিনি হচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান। জেলা পরিষদ আইন-২০০০ অনুযায়ী, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলর বা সদস্যরা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান, এবং ১৫ জন সদস্য ও পাঁচজন সংরক্ষিত সদস্য নির্বাচিত করে থাকেন।

নির্বাচিত পরিষদের মেয়াদ হচ্ছে প্রথম সভার দিন থেকে পরবর্তী ৫ বছর। উল্লেখ, এর আগে ২০১৬ সালে দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনেও তিনি বিনা ভোটে নির্বাচিত হন।

মন্তব্যসমূহ (০)


Lost Password