করোনা চিকিৎসার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তিন ওষুধের ট্রায়ালের ঘোষণা

করোনা চিকিৎসার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তিন ওষুধের ট্রায়ালের ঘোষণা
MostPlay

কোভিড ১৯ অর্থাৎ করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য তিনটি ওষুধ ব্যবহারের ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের অফিশিয়াল ওয়েবপেইজে এই বার্তাটি দেয়।

'সলিডারিটি প্লাস' নামক এই বিশ্বব্যাপী ট্রায়ালে পৃথিবীর ৫২টি দেশের ছয়শো হাসপাতালের করোনা আক্রান্ত রুগীদের উপর এই এই ওষুধগুলি প্রয়োগ করা হবে।সংস্থাটির অপরিহার্য ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলো হলো - 

১)আর্টিসুনেট

২)ইমাটিনিব এবং

৩) ইনফ্লিক্সিম্যাব।

এর মধ্যে আর্টিসুনেট ওষুধটি ব্যবহার করা হয় ম্যালেরিয়ার চিকিৎসায়।ইমাটিনিব ব্যাবহার করা হয় মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসায় এবং ইনফ্লিক্সিম্যাব সাধারণত ব্যবহার করা হয় রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায়।

মহামারীকে নির্মূল করতে টিকার পাশাপাশি পর্যাপ্ত ওষুধের ও প্রয়োজন বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং এ কারণেই ট্রায়াল কার্যক্রমটি শুরু করার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।আশা করা হচ্ছে করোনা আক্রান্ত রুগীর মৃত্যুহার কমাতে এই ওষুধগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password