নারায়ণগঞ্জ'র বসুন্ধরা সিমেন্ট কারখানায় শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ'র বসুন্ধরা সিমেন্ট কারখানায় শ্রমিকের মৃত্যু

শনিবার (২৪ জুলাই) নারায়ণগঞ্জের বসুন্ধরা সিমেন্ট কারখানার সাইলো প্ল্যান্ট থেকে পরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গঠনাটি গনমাধ্যমকে নিশ্চিত করেছে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা। দিপক চন্দ্র সাহা বলেন, নিহত এই শ্রমিক অনেক দিন কাজ করতেন বন্দরের এই বসুন্ধরা সিমেন্ট কারখানায়।

তার নাম মোঃ চয়ন মিয়া (২৫)। সে ফরিদপুর জেলার আবু বক্কর মিয়ার ছেলে। তিনি আরও বলেন, চয়ন প্রথমে বসুন্ধরা সিমেন্ট কারখানার সাইলো প্ল্যান্ট থেকে পরে আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেয়। তবে নিহত চয়নের মরদেহ ময়না তদন্তের জন্য এখনো ঢামেক এর মর্গে রয়েছে । ওসি আরও বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

আমরা যতটুকু জেনেছি চয়ন সাইলো প্ল্যান্টে কাজ করতো না , সে এই কারখানার অন্য সেক্টরে কাজ করতো, তাছাড়া কারখানা ওইদিন বন্ধ থাকার কথা । তাহলে ও সাইলো প্ল্যান্টের উপরে কি করছিল আমাদের জানা নেই। আমরা চয়নের পরিবারের সাথে যোগাযোগ করার চেস্টা করছি। তাদের মতবাদের অনুযায়ি যেকোন ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password