দেশের বেকারত্ব নিয়ে কথা বলতে বিডিটাইপের সাথে যুক্ত হবেন ওয়াদি'র এমডি

দেশের বেকারত্ব নিয়ে কথা বলতে বিডিটাইপের সাথে যুক্ত হবেন ওয়াদি'র এমডি
MostPlay

বৈশ্বিক মহামারি করোনার পাদুর্ভাব সারা বিশ্বে ছড়িয়ে পরেছে। এই সর্বনাশা ভাইরাস শুধু মানুষের প্রানই কাড়েনি,কেড়েছে হাজারো যুবকের চাকুরী। করোনার এই পাদুর্ভাবে অনেক মানুষ চাকুরি হাড়িয়ে আজ নিশ্ব। চলার পথ হারিয়ে হতাশায় ভোগছে তারা।

আর এই দুর্দিনে সে সকল যুবকদের আশার বানী শোনাচ্ছেন দেশের অন্যতম ই-কমার্স “ওয়াদি.কম” এর কর্ণধার ও কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর জনাব হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বিডিটাইপকে বলেন, বাংলাদেশের মানুষ কখনো মাথা নিচু করেনা। তাহলে এ দেশের যুবকেরা কেন হতাশায় ভুগবে। এ দেশের যুবকদের মাথার ব্রেন অনেক শার্প চাইলেই সব কিছু করতে পারে। আবার অনেকেই ব্যবসা করতে আগ্রহি কিন্তু টাকাকে প্রাধান্য দিয়ে আর তারা তাদের আশা পূরণ করতে পারেনা।তাই আমি আমার “ওয়াদি.কম” চেষ্টা করছি কিছুটা বেকার সমস্যা দূর করতে।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করছি ওয়াদি এফিলিয়েট মার্কেটিং কেহ ঠিক মত করতে পারলে তার আর অন্য কিছু করার প্রয়োজন পরবে না। এটাই বেকার যুবকদের জন্য কম সময়ে ভাল কিছু করার সুযোগ। এতে কোন ইনভেস্ট এর প্রয়োজন পরে না। কেহ নতুন আসলে আর সে যদি এই বিষয়ে না বুঝে আমরা তাকে আন্তরিকতার সাথে প্রশিক্ষন দিয়ে থাকি।


তিনি আরও বলেন, আমাদের সাথে যেকোন কেহ যোগ দিতে পারেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে একজন যুবককে কি করে অতি সহজে স্বাবলম্বী করা যায়।

এছাড়াও বৃহস্পতিবার (২৬ আগস্ট) দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল বিডিটাইপএর জুম মিটিংয়ে যুক্ত হবেন বাংলাদেশের অন্যতম ই-কমার্স প্লাটফর্ম Woadi.com এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবির, এই পরিপেক্ষিতে তাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন বিডিটাইপের ব্যবস্থাপনা পরিচালক কালাম খান।

মন্তব্যসমূহ (০)


Lost Password