আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে হবে : আলাল

আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে হবে : আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আজকে পরিস্থিতি ভয়ানক জায়গা গিয়ে দাঁড়িয়েছে। শিশুরা যখন প্রশ্ন করে ধর্ষণ কী? সেটার উত্তর আমরা দিতে পারি না।’

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে বিএনপির এ নেতা এসব কথা বলেন। ‘সরকারি দলের দুর্বৃত্তদের হাতে সিলেটের এম সি কলেজ চত্বরে নববধূর সম্ভ্রমহানি, নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধূর ওপর নির্যাতনসহ দেশব্যাপী অব্যাহত নারী ও শিশুর ওপর সহিংসতার প্রতিবাদে’ এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল আরো বলেন, ‘এজন্য বলি মাদক যেমন মানবদেহের জন্য ক্ষতিকর, আওয়ামী লীগ ঠিক তেমনি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্য ক্ষতিকর। মাদক যেমন জীবনকে ধ্বংস করে দেয়, আওয়ামী লীগ তেমন মানুষের সম্ভ্রম ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। মাদক যেমন ধীরে ধীরে একটি মানুষের স্বাভাবিক জীবনকে কেড়ে নেয়, তেমনি আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের স্বাভাবিক বিকাশের সব প্রক্রিয়াকে কেড়ে নেয়।’

‘এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আওয়ামী লীগ যেন দীর্ঘদিনের জন্য, প্রয়োজনে চিরদিনের জন্য বিদায় নেয়- সেই ব্যবস্থা করে আমরা ঘরে ফিরব‘, যোগ করেন বিএনপির এ যুগ্ম মহাসচিব।

মন্তব্যসমূহ (০)


Lost Password