উপায় এনেছে, ফিলিস্তিনিদের সাহায্যার্থে অনুদান দেওয়ার উপায়

উপায় এনেছে, ফিলিস্তিনিদের সাহায্যার্থে অনুদান দেওয়ার উপায়
MostPlay

ফিলিস্তিনি জনগণের সাহায্যার্থে এগিয়ে এসেছে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ব্যাংকিং সাবসিডিয়ারি ‘উপায়’ এবং ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাসের সাথে বুধবার এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এখন থেকে উপায় এর গ্রাহকরা তাদের মোবাইল অ্যাপ বা ইউএসএসডি কোড ডায়াল করে যেকোনো অংকের টাকা ফিলিস্তিনি দূতাবাসের উপায় একাউন্টে পাঠাতে পারবেন। উপায় অ্যাপ ব্যাবহারকারীরা ডোনেশন অপশনে গিয়ে ‘অ্যাম্বাসি অব দা স্টেট অব প্যালেস্টাইন, বাংলাদেশ’ সিলেক্ট করে অনুদান প্রদান করতে পারবেন। এছাড়া ইউএসএসডি ব্যাবহারকারী উপায় গ্রাহকরা *২৬৮# ডায়াল করে ‘মেক পেমেন্ট’ সিলেক্ট করে ফিলিস্তিন দূতাবাসের অফিসিয়াল উপায় একাউন্ট (1937791254)-এ টাকা পাঠাতে পারবেন।

তাই এখন শুধু হ্যাসট্যাগ নয় সাধ্যমতো ডোনেশন দিয়েও বাংলাদেশি মুসলিম ভাইবোনেরা তাদের ধর্মের প্রতি কর্তব্য পালন করতে পারবেন। আর নয় মুখের ফাঁকা আওয়াজ যতটুকুই সাধ্য আছে ততটুকু দিয়েই ফিলিস্তিনি মুসলিমদের পাশে দাড়াতে গর্জে ওঠো বাঙালি মুসলিম ভাই-বোনেরা।

ক্ষুদ্র ক্ষুদ্র এ সাহায্যের হাত-ই একত্র হয়ে হয়তো পারবে হাজারো ফিলিস্তিনি যোদ্ধা নারী-পুরুষ, শিশু-কিশোরের মুখে অন্তত কিছু অন্ন তুলে দিতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password