মহান বিজয় দিবস ও বিজয়ের মাসকে সামনে রেখে ই-কমার্স প্রতিষ্ঠান যাচাই.কম, ১৫ থেকে ২৪ ডিসেম্বর আয়োজন করতে যাচ্ছে ১০ দিন ব্যাপী বিজয় সেলস ক্যাম্পেইন “বিজয়ের খুশি যাচাই-এ বেশি বেশি”।
গত নভেম্বরে আয়োজিত ১১.১১ ক্যাম্পেইনে আশানুরূপ সাফল্য লাভের পর বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে যাচাই মহাসমারোহে আয়োজন করতে যাচ্ছে বিজয়ের খুশি' ক্যাম্পেইন। এ উপলক্ষ্যে গত ১০ ডিসেম্বর যাচাই প্রধান কার্যালয় ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলের উদ্দেশ্যে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে বিভিন্ন চমকপদ ছাড়, নানান সুবিধা ও অফারের মাধ্যমে তুলনামূলক কম দামে ক্রেতারা কাঙ্ক্ষিত পণ্য কিনতে পারবেন।
কেনাকাটায় নতুনত্ব আনতে এক্সক্লুসিভ ভাউচার, গিফট ভাউচার, মেগা ভাউচার, বাই ওয়ান গেট ওয়ান, পেমেন্ট ক্যাশব্যাক, অ্যাড-টু-কার্ড গিভঅ্যাওয়ে সহ আরও আকর্ষণীয় অফার নিয়ে এসেছে যাচাই।
উক্ত সংবাদ সম্মেলনে যাচাই এর পক্ষ থেকে বলেন, বর্তমান এই ডিজিটাল যুগে অনলাইন মার্কেটপ্লেস কেনাকাটার এক নতুন দোয়ার উন্মোচন করেছে। সর্বোপরি কাজের ব্যস্ততা ও সময় স্বল্পতার জন্য আজকাল অনেকেই অনলাইনে কেনাকাটায় দ্বারস্থ হচ্ছেন এবং খুঁজে নিচ্ছেন প্রত্যাশিত প্রোডাক্ট।
যাচাই এর পক্ষ থেকে আরও বলেন- দেশের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় এই আধুনিক ডিজিটাল পরিষেবা পৌঁছে দেয়াই আমাদের (যাচাই-এর) মূল লক্ষ্য। এদিকে ই-কমার্স প্রতিষ্ঠান যাচাই.কম এর বিজনেস ডিরেক্টর আরিয়ান আফজাল বিডি টাইপকে বলেন, অনলাইন মার্কেটপ্লেস থেকে কেনাকাটা করা বর্তমান সময়ে গ্রাহকদের কাছে একটি সময়োপযোগী অভ্যাসে পরিণত হয়েছে।
এতে করে অফিস কিংবা বাসায় বসে থেকেই অর্ডার করার অল্প সময়ের মধ্যেই কোনো প্রকার জটিলতা ছাড়াই ডেলিভারি পাওয়া যায় নিশ্চিন্তে। সংবাদ সম্মেলনে যাচাই ডট কম এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবিষয়ে একমত পোষণ করে বলেন, অনলাইন মার্কেটপ্লেস থেকে কেনাকাটা করায়- একদিকে যেমন সময় সেভ হচ্ছে আবার অন্যদিকে খুব সহজেই ভোক্তার প্রয়োজনীয়তা মিটছে।
তাই চাহিদা অনুযায়ী বাংলাদেশে অনলাইন মার্কেটপ্লেস ক্রমেই একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল মার্কেটিং এর কোনো বিকল্প নেই। দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে অনলাইন মার্কেটপ্লেস এক অনন্য কার্যকরী ভূমিকা রাখবে বলে সংবাদ সম্মেলনে সকলেই সম্মতি প্রকাশ করেন। তাই দেশের আর্থিক অগ্রগতি ও ক্রেতাদের চাহিদাকে মাথায় রেখে ই-কমার্স প্রতিষ্ঠান যাচাই, বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেসে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন