মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা শহর

মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা শহর
MostPlay

রাত তখন ৯টা, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। রবিবার (৭ মার্চ) রাতে রাজধানী ঢাকা মৌসুমের প্রথম বৃষ্টির সাক্ষী হলো। হালকা বৃষ্টিতে তেমন একটা ভোগান্তি সৃষ্টি হয়নি। তবে অনেকেই এই বৃষ্টিতে ভিজে আহ্লাদি সব পোস্ট দিয়েছেন ফেসবুকে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবারও (৮ মার্চ) বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার রাতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ঢাকায় একটু বৃষ্টি হলো। রাতে আর বৃষ্টির সম্ভাবনা কম। এখন বজ্রসহ দমকা বাতাসও হতে পারে। ঢাকায় আগামীকালও (সোমবার) হালকা বৃষ্টিসহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে রবিবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 

মন্তব্যসমূহ (০)


Lost Password