রামদা হাতে লুঙ্গি ড্যান্সের ভিডিও ভাইরাল

রামদা হাতে লুঙ্গি ড্যান্সের ভিডিও ভাইরাল

কমিল্লায় দুই যুবক রামদা হাতে নিয়ে লুঙ্গি ড্যান্স গানে নাচানাচি করতে দেখা গেছে। এমনি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কুমিল্লায় রামদা হাতে নিয়ে আতঙ্ক ছড়িয়ে উচ্চস্বরে হিন্দি গান বাজিয়ে লুঙ্গি ড্যান্সের (নাচানাচি) ভিডিও ভাইরাল হওয়ায় মেহেদী হাসান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে আহত করা হয়। উপজেলার কোমারডোগা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি স্থানীয় ব্যবসায়ী।

এ ঘটনায় সোমবার (১৭ মে) সাতজনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার। এ ঘটনার পর মামলা তুলে নিতে ভয় দেখিয়ে সম্প্রতি রামদা হাতে নিয়ে নাচানাচি করে দুই যুবক।

২ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মেহেদী হাসান ধারালো একটি রামদা হাতে নিয়ে গানের তালে তালে নাচানাচি (ড্যান্স) করছেন। এ সময় তার সাথে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেলও নাচছেন।

রামদা হাতে উল্লাস করা দুইজন সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মনির হোসেনের ছেলে মেহেদী হাসান (২৫) এবং চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩)। তারা দেলোয়ারের ওপর হামলা মামলার আসামি। ভিডিওতে হিন্দি গানের তালে তালে তাদের উল্লাস করতে দেখা যায়।এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে মঙ্গলবার (২৫ মে) ভোররাতে উপজেলার কোমারডোগা এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় অস্ত্রসহ নাচানাচির বিষয়টি যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মেহেদী হাসান নামে ওই যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password