আশুলিয়ায় ফুল চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে পিটিয়ে জখম

আশুলিয়ায় ফুল চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে পিটিয়ে জখম

সাভারের আশুলিয়ায় একটি কিন্ডারগার্টেন স্কুলে লাগানো ফুল গাছ থেকে ফুল চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে বেধরক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনায় ভোক্তভোগী শিশুর বাবা ওই স্কুলের ঐ শিক্ষকের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি সাধারন ডায়রী করেছেন।

শনিবার (২২ মে) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেংগুড়ী পুকুরপাড় এলাকার সুরুজ্জামান আদর্শ বিদ্যানিকেতনের সামনে এ ঘটনা ঘটে। জখম হওয়া শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযুক্ত মেহেদী হাসান (৩২) ওই স্কুলের সহকারী শিক্ষক ।

ভুক্তভোগী শিশু সিয়াম (১১) লালমনিরহাটের কালিগঞ্জ থানার সিরাজুল ইসলামের ছেলে। সে ওই এলাকার কপিল মিয়ার বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকত। অপর শিশু সালমান (১২) ফরিদ মিয়ার ছেলে। সে সুরুজ্জামান আদর্শ বিদ্যানিকেতনের কেজি শ্রেণির শিক্ষার্থী।

শিশু সিয়ামের বাবা সিরাজুল ইসলাম জানান, ছেলেসহ কয়েকজন ওই স্কুল থেকে আধা কিলোমিটার দূরে একটি ইটভাটার মাঠে খেলা করছিল। সুরুজ্জামান স্কুলের ভেতর থেকে কে বা কারা ফুল ছিঁড়েছে। ফুল ছেড়ার মিথ্যা অপবাদ দিয়ে তার শিশু ছেলে সিয়াম ও ওই স্কুলের ছাত্র সালমানকে শিক্ষক মেহেদী ধরে এনে বেদরক মারধর করে। পরে লোকজনের মূখে জানতে পেরে দ্রæত ঘটনাস্থলে গিয়ে ছেলেকে ওই শিক্ষকের হাত থেকে উদ্ধার করে স্কুলের পরিচালক শহিদুল ইসলামের কাছে যান। সেখানে গেলে পরিচালক তাকে নানা ভয়ভীতি দেখিয়ে থেকে তারিয়ে দেয়। পরে রাতেই আশুলিয়া থানা শিক্ষক মেহেদী ও পরিচালক শহিদুলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, ঘটনায় একটি সাধারন ডায়েরী করেছে ভোক্তভোগীর বাবা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password