বগুড়ার শিবগঞ্জ ও আদমদীঘি উপজেলা থেকে দুইজনের মরদেহ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ ও আদমদীঘি উপজেলা থেকে দুইজনের মরদেহ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ ও আদমদীঘি উপজেলা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলা থেকে তোফা নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এর আগে একই দিনে সকাল ৭টার দিকে আদমদীঘি উপজেলা থেকে রুবেল হোসেন নামের আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রুবেল হোসেন (৪০) আদমদীঘি উপজেলার শালগ্রামের শামছুল ইসলামের ছেলে। ওই গ্রামের একটি ধানক্ষেত থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা এমনটাই জানিয়েছেন পুলিশ।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, শিবগঞ্জ উপজেলা মোকামতলা চাঁনপুর গ্রামের একটি কলাবাগান থেকে তোফা (৪৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তোফা উপজেলার হরিপুর উত্তরপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘তোফার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পায়ে সামান্য কেটে যাওয়ার দাগ রয়েছে। লাশ ময়না-তদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password