বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ ধর্ষকের মাথায় জমটুপি

বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ ধর্ষকের মাথায় জমটুপি
মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ ধর্ষকের মাথায় জমটুপি পরিয়ে হাতে-কোমড়ে দড়ি বেঁধে বগুড়ায় প্রতীকী প্রতিবাদ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এই বিক্ষোভ সমাবেশ করা হয়। সকাল ১১টার দিকে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাতমাথায় সমবেত হন। এরপর তারা মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা প্রতীকী ধর্ষককে রাখে। তার মাথায় ফাঁসির দণ্ডপ্রাপ্তদের কালো টুপি দেয়া হয়। হাতে ও কোমড়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যায় শিক্ষার্থীরা।পিছনে থাকা শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন ‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া। পরে সাতমাথায় সমাবেশে শিক্ষার্থীরা জানান, ধর্ষকের বিচার দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের বিচার করতে কেন ১৮০ দিন লাগবে। যদি স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে ধর্ষণের শিকার হতেন তাহলে তিনি কি করতেন। এ সময় অন্য শিক্ষার্থীরা বলেন, মাগুরায় শিশু আছিয়ার ধর্ষককে অবিলম্বে গ্রেফতারসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যদি দ্রুত সময়ে ধর্ষণের বিচার নিশ্চিত করতে না পারে তাহলে স্বরাষ্টমন্ত্রী যেন পদত্যাগ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password