হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকভর্তি চোরাই কাঠ জব্দ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকভর্তি চোরাই কাঠ জব্দ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকভর্তি চোরাই চাপালিশ চিড়াই কাঠ জব্দ করেছে বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জানা যায়, বুধবার সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের গংগানগরে বনবিভাগের চেকপোস্টে একদল বনকর্মী তল্লাশি চালান।  এ সময় ট্রাকভর্তি (ঢাকা মেট্রো- ন-১১-১৪৭৬ ) চাপালিশ গাছের ১৫৫ ঘনফুট ২৮০ পিস চিড়াই কাঠ জব্দ করা হয়।

শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী সাংবাদিককে বলেন, জব্দ করা কাঠগুলো চাপালিশ গাছের চিড়াই কাঠ। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। কাঠগুলো ভৈরব থেকে চোরাই পথে সিলেট যাচ্ছিল। ট্রাকের চালক পালিয়ে যাওয়াতে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে।
 

মন্তব্যসমূহ (০)


Lost Password