বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে মধুখালীতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে মধুখালীতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন।
আজ ৮ আগস্ট রোজ রবিবার,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী। দিবসটি এবার প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
উক্ত দিবসে মধুখালীতে উপজেলা ও পৌর ছাত্রলীগ বঙ্গমাতার স্বরনে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি ১৯৩০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।তার ডাকনাম ছিল রেনু। তার পিতার নাম শেখ জহুরুল হক ও মাতার নাম হোসনে আরা বেগম। পাঁচ বছর বয়সে তার পিতা-মাতা মারা যান। তিনি তার স্বামী শেখ মুজিবুর রহমানের চাচাতো বোন ছিলেন। শেখ মুজিবের বয়স যখন ১৩ ও বেগম ফজিলাতুন্নেসার বয়স যখন মাত্র তিন, তখন পরিবারের বড়রা তাদের বিয়ে ঠিক করেন।১৯৩৮ সালে বিয়ে হবার সময় রেনুর বয়স ছিল ৮ বছর ও শেখ মুজিবের ১৮ বছর।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এর স্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে তার স্বামী, তিন পুত্র এবং দুই পুত্রবধূর সাথে নির্মম ভাবে হত্যা করা হয়।

বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলার জনগণ তাকে ‘বঙ্গমাতা’ উপাধিতে ভূষিত করে। বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা যেমন আলোকবর্তিতা, তেমনি আমাদের স্বাধীনতা ও দেশের মানুষের জন্য তার অবদান অনন্য

উক্ত অনুষ্ঠানে মধুখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন মোল্যা ১৯৭৫ সালের ১৫ আগষ্টের নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানান ও শোক প্রকাশ করেন।

মন্তব্যসমূহ (১)


Lost Password