বিকেল থেকেই মিলবে ট্রেনের টিকিট

বিকেল থেকেই মিলবে ট্রেনের টিকিট
MostPlay

সম্প্রতি মহামারি করোনা ভাইরাস এর জন্য লকডাউন চালু রয়েছে। এদিকে, ঈদকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ৩৮ জোড়া আন্তঃনগর, ১৯ জোড়া মেইল ও কমিউটার দিয়ে শুরু হচ্ছে ট্রেন যাত্রা। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে রেলভবনে রেলমন্ত্রী রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, বিকেল ৫টা থেকে ট্রেনের টিকিট পাওয়া যাবে।

এর আগে সোমবার (১২ জুলাই) সংবাদমাধ্যমকে মন্ত্রী জানান, আগামী ১৫ জুলাই থেকে ট্রেন চলাচল শুরু হবে। সে সময় আরো জানান, এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে, সব টিকিট অনলাইনে বিক্রি হবে। বন্ধ থাকবে কাউন্টার। আগামী ১৫ জুলাই মধ্যরাত থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল থাকবে।

জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে জনসাধারণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই আট দিনে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে।

একইসঙ্গে সীমিত পরিসরে খুলবে দোকানপাট ও শপিংমল। প্রসঙ্গত, আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রোববার (১১ জুলাই) দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password