ফের বাংলাওয়াশের স্বাধ নিলো টাইগাররা

ফের বাংলাওয়াশের স্বাধ নিলো টাইগাররা
MostPlay

৩ ম্যাচ সিরিজের লাস্ট ও তৃতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পেলোনা আইরিশরা। সব শেষ ইংল্যাণ্ডের পর আইরিশদের ও বাংলাওয়াশের স্বাধ দিল টাইগাররা। মাত্র ১৩ ওভার ১ বল খেলে তামিম ও লিটলের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ১০ উইকেটের বড় জয় তোলে নিল বাংলাদেশ।

দিনের প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। কিন্ত ব্যাটিং নেমে একদম হাতাশ আইরিশরা। বাংলাদেশের বলারদের তোপে দাড়াতেই পারলো না আইরিশ ব্যাটাররা। ২৮ ওভার ১ বল খেলে তাদের সর্বমোট সংগ্রহ ১০১ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন কার্টিস চাম্পার ৩৬ এবং টাকার করেন ২৮ রান। অপরদিকে তিন জন ব্যাটিং আউট হন শূন্য রানে। বাকিরা রান করলেও দুই ঘরের কোঠায় পা রাকতে পারেনি কেহই।

বোলিংয়ে এসে নিজের সেরা ইনিংস উপহার দিনে হাসান মাহমুদ তিনি মাত্র ৮.১ ওয়ভার করে এক মেডেনে ৩২ রান দিয়ে তোলে নিলেন আইরিশদের ৫ টি উইকেট। তাসকিন নিজের ১০ ওভারে সবথেকে কম ইকোনোমিক রেইটে রান দিয়ে তোলে নেন ৩ উইকেট। বাকি দুই উইকেট তোলে নেন এবাদত হোসেন।

আইরিশদের দেওয়া ১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই স্টাইলিশ ব্যাটসম্যান তামিম ও লিটন কুমার দাস ১৩.১ ওভার খেলে নিজেদের জয় তোলে নেয়। লিটন ৩৮ বল খেলে তোলে নেন নিজের ৯তম হাফসেঞ্চুরী। অপরদিকে তামিম ৪১ বলে খেলে করেন ৪১ রান। 

মন্তব্যসমূহ (০)


Lost Password