এবার পালা ১৫তম বাংলাওয়াশের

এবার পালা ১৫তম বাংলাওয়াশের

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত প্রতিপক্ষকে ১৪ বার হোয়াইটওয়াশ বা বাংলাওয়াশ করতে পেরেছে। আজ মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ১৫তে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টায় শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

সবমিলিয়ে বাংলাদেশ প্রতিপক্ষকে ১৪ বার হোয়াটোয়াশ করলেও টেষ্ট খেলুড়ে দেশের বিপক্ষে সংখ্যাটা ১১। বাংলাদেশ এখন পর্যন্ত জিম্বাবুয়েকে সর্বোচ্চ পাঁচবার হোয়াইটওয়াশ করেছে। এছাড়া কেনিয়া, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে দুইবার করে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাকিস্তান দলকে একবার করে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৩৩ রানে এবং পরেরটি বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু প্রথমবারের মতো সিরিজ জয়ের সাফল্যই প্রাপ্তি নয়, ৫০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে ওয়ানডে সুপার লিগের শীর্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ার কারণে প্রত্যেকটি ম্যাচের ১০ পয়েন্ট অনেক গুরুত্ব বহন করে। তাইতো আজও জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন দলের অধিনায়ক তামিম ইকবাল ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

শেষ ম্যাচের গুরুত্বের কথা জানিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘অবশ্যই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যেহেতু বিশ্বকাপে বাছাইয়ের একটা বিষয় আছে, তো প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু আরেকটা সুযোগ আছে ১০ পয়েন্ট পাওয়ার, তো কেন পেতে চাইবো না’?

বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘সিরিজ জয়ে খুশি, তবে আমরা এখনো আমাদের সেরাটা খেলতে পারিনি। আশা করছি, পরের ম্যাচেই ছেলেরা শক্তভাবে ফিরে আসবে এবং নিজেদের সেরাটা দিতে সমর্থ হবে”।

দুই সিনিয়রের কথায় স্পষ্ট বুঝাই যায় শেষ ম্যাচে বিন্দুমাত্র হালকাভাবে নেয়া হবেন না সফরকারীদের। মাঠের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিতে পারলেই ১৫তম বাংলাওয়াশের দেখা পেয়ে যাবে টাইগাররা। যদিও দুই দলের ওয়ানডে পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে শ্রীলংকা। এই ফরম্যাটে ৫০ ম্যাচে ৩৯টিতে জিতেছে শ্রীলংকা।  শেষ দুই ম্যাচ জিতেও বাংলাদেশের জয়ের সংখ্যা ৯টি এবং ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password