এবার চীনে আতংক ছড়াচ্ছে বার্ড ফ্লু

এবার চীনে আতংক ছড়াচ্ছে বার্ড ফ্লু

চীনে আরেক আতংক ছড়াচ্ছে এবার চীনে আরেক ভাইরাস হানা দিতে শুরু করেছে। সেই ভাইরাসটা হলো বার্ড ফ্লু। করোনাভাইরাসের পর এবার চীনে আতংক ছড়াচ্ছে বার্ড ফ্লু। জিয়াংশু প্রদেশে একজন মানুষ এবার মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে এ আতংক দেখা দেয়।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে। ঝেনজিয়াং শহরের ৪১ বছরের এক যুবকের শরীরে পাওয়া গিয়েছে H10N3 স্ট্রেন। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। দ্রুত হাসপাতাল থেকে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। সিজিটিএন টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস

খবরে বলা হয়, সাধারণত পোলট্রি ফার্ম থেকেই এই ভাইরাস ছড়ায়। তবে সংক্রমণের পরিধি খুব বেশি নয়। ভাইরাসের মারণ ক্ষমতাও করোনাভাইরাসের মতো নয়। তবুও চীনে আতঙ্কের সৃষ্টি করেছে এই খবর। এভিয়ান ইনফ্লুয়েঞ্জারও অনেকগুলো প্রজাতি রয়েছে। H10N3 স্ট্রেন মারাত্মক।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, স্বাস্থ্য কর্মকর্তারা খবরটিকে গুরুত্ব না দিলেও পোলট্রি ফার্ম থেকেই এই ভাইরাস মানুষের শরীরে সংক্রমিত তা একপ্রকার নিশ্চিত। তার ফলে করোনা মহামারির পর নয়া আতংকের সৃষ্টি করেছে চীনে। বিশেষজ্ঞরা বলছেন, এর থেকে মহামারি গোত্রের সংক্রমণ হওয়ার আশংকা কম। গত ২৮ মে এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হন ওই যুবক। কিন্তু কীভাবে তিনি সংক্রমিত হলেন তা খোলসা করেনি জাতীয় স্বাস্থ্য কমিশন।

মন্তব্যসমূহ (০)


Lost Password