নওগাঁ মান্দায় গণটিকাদান কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়

নওগাঁ মান্দায় গণটিকাদান কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়
MostPlay

নওগাঁ জেলার মান্দা উপজেলায় ব্যাপক উৎসাহের মধ্যদিয়ে গণটিকাদান কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। শনিবার (৭ আগস্ট) সকাল থেকে টিকা নিতে কেন্দ্রগুলোতে নারী-পুরুষরা দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে।

মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে একযোগে চলে টিকাদানের এ কার্যক্রম। শনিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গনেশপুর ইউনিয়নের কাঞ্চন সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের ঠিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সুমন, গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল, প্রসাদপুর ইউনিয়নের বেলাল হোসেন খানসহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১৪ ইউনিয়নের ১৫টি কেন্দ্রের ৪৫ টি বুথে একযোগে চলে টিকাদান কার্যক্রম। এদিন ৮ হাজার ৭০৩ জনকে প্রথম ডোজ এবং ৩৩৪ জনকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password