করোনা ভাইরাস মোকাবেলায় সকলের স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই

করোনা ভাইরাস মোকাবেলায় সকলের স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই
MostPlay

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সর্বস্তরের জনসাধাণের স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু। আজ ২৩ জুন’২১ (বুধবার) জাতীয় স্বাধীনতা পার্টি ঝিনাইদহ জেলার শাখার উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক, স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ বিতরন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান মিজু বলেন, “করোনা ভাইরাস পরিস্থিতির দেড় বছর পার হলেও আমাদের অসাবধানতার কারণে আবারও দ্রুতই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় জনসাধারণের মাস্ক পরিধান নিশ্চিতসহ কঠোর স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। আমি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছি।” করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে মিজানুর রহমান মিজু বলেন, “করোনা ভাইরাসের কারণে বিশ্বের অনেক প্রভাবশালী দেশ ব্যর্থ হলেও আমাদের দেশের অবস্থাতুলনামূলক অনেক ভাল।

বাংলাদেশে কোভিড-১৯ মোকাবেলা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে।” কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মিলন, ৬নং গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেন হোসেন, জাতীয় স্বাধীনতা পার্টি ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সুজনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ (০)


Lost Password