নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের জন্য একটা সুষ্ট পরিবেশ দরকার যা আমরা পাচ্ছি না। আজকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদের উপর মারপিট ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তাদের সন্ত্রাসী বাহিনী ছাড়া আর কিছু নাই। জনগণ আমাদের সঙ্গে আছে। 

শুক্রবার দুপুরে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। বেলা ১১ টায় ধোলাইরপাড় ঢাল থেকে গণসংযোগ শুরু করে দক্ষিণ যাত্রাবাড়ীর শেখপাড়া, নতুন রাস্তা, ওয়াসা রোড হয়ে উত্তর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল গেইটে এসে গণসংযোগ শেষ হয়।

গণসংযোগে হামলার ঘটনায় নিন্দা নবীউল্লাহ নবীর 

আসন্ন ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির গণসংযোগে একাধিকবার হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি ও যাত্রাবাড়ী থানা সভাপতি নবীউল্লাহ নবী। 

গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, আমি এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশনেত্রী  বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অকুতভয় সৈনিক হিসেবে এসব হামলা কখনো বরদাশত করবো না।

গত ১৯ সেপ্টেম্বর হঠাৎ করে বুকে ব্যথা ও রক্ত চাপ বেড়ে যাওয়ায় তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি ও মহানগর বিএনপি নেতা নবীউল্লাহ নবী। এখন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। এরই মাঝে তিনি ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির গণসংযোগে একাধিক হামলার ঘটনা জেনে তাৎক্ষণিক তীব্র নিন্দা জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password